মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

অভয়নগরে জিআর ও সিআর সহ ১৬জন আসামী গ্রেফতার

Reporter Name / ১৬৯ Time View
Update : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

অভয়নগর থানা পুলিশের অভিযানে জিআর-০৫, সিআর-১১সহ ১৬জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

২১জুলাই অফিসার ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করিয়া জিআর-০৫, সিআর-১১, মোট ১৬জন আসামী গ্রেফতার করা হয়। আসামীদের বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: জিআর-২৯২/১৭ এবং জিআর-৩৫৩/১৭ বুইকারা (ড্রাইভারপাড়া)র মোঃ অহিদুল ইসলাম, ধোপাদীর জিআর-২২১/২২ মোঃ তরিকুল ইসলাম (২২), জিআর-২১৬/২২, মোঃ তরিকুল ইসলাম (২২), নওয়াপাড়ার এসসি-১১৭৪/১৮ মোঃ জুয়েল গাজী, বর্ণির সিআর-৫৪৩/২২মোঃ সোহরাব শেখ, বুইকারার সিআর-২৫৪/২৩ মোঃ নাজমুল হোসেন, সিআর-২৫৫/২৩, নারগিস বেগম, ঘোয়াখোলার সিআর-২৫৩/২৩ রেশমা খাতুন, বুইকারার সিআর-২৫৫/২৩, সাহিদা বেগম, ১নং লক্ষীপুরের সিআর-২৫৩/২৩ মোঃ মাহাবুর বিশ্বাস, লক্ষীপুরের সিআর-২৫৪/২৩ ফারুক মল্লিক, সিআর-২৫৩/২৩ কাজী মোঃ সোহাগ, চলিশিয়ার সিআর-২৫৪/২৩ মঙ্গল দাস, ধোপাদির সিআর-২৫৪/২৩ নাজিম উদ্দীন, হিদিয়ার সিআর-৬০/২৩ মোঃ রবিউল ইসলাম ও বুইকারা ড্রাইভারপাড়ার জিআর-৩৫৩/১৭ মোঃ অহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category