স্টাফ রিপোর্টার:
সংস্কৃতির উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধির লক্ষে আট দফা দাবি নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণে শনিবার (১৮ জুন) বিকাল ৪ টা থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর মানববন্ধন শুরু হয়। পৌনে ছয়টা পর্যন্ত কর্মসূচী চলে।
সংস্কৃতি ক্ষেত্রে জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধির লক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি।
সভাপতিত্ব করছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্য প্রদান করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক কবি ও সংগঠক মোস্তাফিজুর বাসার ভাষাণী। ৮ দফা দাবি উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী।
উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন জেলা নাগরিক আন্দোলন ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার নুরুল আমিন কালাম।
বক্তব্য প্রদান করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর সহ-সভাপতি আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর দপ্তর সম্পাদক কবি ও আবৃত্তিকার আমজাদ দোলন, জোট নেতা ডাঃ আমীন বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর সহ-সভাপতি আজহার হাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর সহ-সভাপতি আবদুল হক শিকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর সাংগঠনিক সম্পাদক ওয়াহাব মাহমুদ রমজান, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর অর্থ সম্পাদক কবি আনোয়ারা সুলতানা আনু, উদীচী ময়মনসিংহের সাধারণ সম্পাদক যীশুতোষ তালুকদার, সংহতি প্রকাশ করেন নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, কবি অহনা নাসরিন, সংস্কৃতিকর্মী সবুজ রহমান, সংস্কৃতি সংগঠক হাসনাত জামান সবুজ, সংস্কৃতি সংগঠক জহিরুল ধ্রুব, যাত্রাশিল্পী উন্নয়ন সংস্থার নেতা কামরুজ্জামান, নাট্যলোক সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মোঃ রনি মিয়া, আসাফো কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনির শিকদার, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম।