নিজস্ব প্রতিবেদক:
বাংলা নববর্ষ ১৪৩১ ও একতারা পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “একতারা গর্বিত নারী পদক” প্রদান ও আলোচনা সভা পহেলা বৈশাখ সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার রহিমা হত চেতনা বিকাশ মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ এর প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ এর অধ্যক্ষ ও একতারা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডক্টর শফিউল আজম কাঞ্চন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিঃ এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর লায়ন্স সাইফুল ইসলাম সোহেল।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চান্দের কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট রূপা আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ এর সভাপতি ইন্জিনিয়ার জিয়াউল হক সেলিম, একতারা ফাউন্ডেশন এর মহাসচিব নাসিমুল ইসলাম নাসিম, শতদল বালিকা বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, একতারা ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান রবিন আহমেদ, একতারা পরিবারের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ শিক্ষার্থী গণ।
একতারা পরিবারের পক্ষ উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম আমিন, আফিয়া কনক, আরমান মিয়া, ইকবাল হোসেন মাহমুদ, মাসুম খান রাজ, সুজন রহমান ও শাহনাজ পারভীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
একতারা গর্বিত নারী পদক পেয়েছেন ইংরেজি প্রভাষক মিসেস শিউলি আক্তার, নারী উদ্যোক্তা রূপা আহমেদ, নারী উদ্যোক্তা আফিয়া কনক, শিক্ষক শাহনাজ পারভীন, নারী উদ্যোক্তা আইরিন আক্তার, নারী উদ্যোক্তা ফাহমিদা হক উর্মি।
এরপর একতারা পরিবারের প্রকাশনা “ঢেউ” এর ৫ম বারের মতো মোড়ক উন্মোচন করা হয়েছে।
সমাপনী ভাষণে ডক্টর শফিউল আজম কাঞ্চন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করেন।।