সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ (নীলফামারী) :
নীলফামারীর কিশোরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মৌসুমি হক।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি হক বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজার নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে মৌসুমি হক (৩৫ তম ব্যাচের বিসিএস) কর্মকর্তা হিসেবে জয়পুরহাট ডিসি অফিসে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্বরত থাকা অবস্থায় মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্মস্থান সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়।