কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো: আবু সাইদ (৪২) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার ১১ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
মো: আবু সাইদ কিশোরগঞ্জ ক্যাডেট মাদ্রাসা ও প্রি ক্যাডেট স্কুলের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করতেন ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের হাজী কেরামত আলীর ছেলে।
জানা যায়, নিহত আবু সাইদ মোটরসাইকেল যোগে মাদ্রাসায় যাওয়ার পথে কিশোরগঞ্জ পৌরসভার সামনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তাঁর এ অকাল মৃত্যুতে শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে আসে। দুপুর ২টায় শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে করিমগঞ্জে তার গ্রামের বাড়ি দ্বিতীয় জানাযা শেষে তাকে চির নিদ্রায় শায়িত করা হবে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা তাঁর মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।