কুমিল্লা প্রতিনিধি :
বরেণ্য শিক্ষাবিদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরীর প্রয়াণে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্যোগে বুধবার বিকালে উচ্চ মাধ্যমিক শাখায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জুবাইদা নূর খান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যপক মো: কবির উদ্দিন আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সাবেক অধ্যক্ষ প্রয়াত প্রফেসর আমীর আলী চৌধুরীর বিদেহী আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নুরুর রহমান খান, লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো: মাহবুবুর রহমান, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর সেলিনা রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী, বাংলা বিভাগের সাবেক শিক্ষক শান্তি রঞ্জণ ভৌমিক, প্রয়াত আমীর আলী চৌধুরীর সন্তান ওয়াসিফ আলী চৌধুরী প্রবাল ও তার সহধর্মিণীসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, প্রফেসরগণ এবং কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক কর্মকর্তাসহ ছাত্র ও সহকর্মীবৃন্দ।
স্মরণ সভায় প্রফেসর আমীর আলী চৌধুরীর বর্ণাঢ্য জীবনের নানান বিষয় নিয়ে স্মৃতিচারণ করে বক্তারা বলেন, সত্যিকারার্থে আমীর আলী চৌধুরী একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাদা মনের মানুষ ছিলেন। ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ তাঁর বক্তব্যে প্রয়াত আমীর আলী চৌধুরীর পরিবারবর্গের সদস্য ও অতিথিদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে একজন সফল শিক্ষাবিদ হিসেবে এ অঞ্চলে শিক্ষার আলো বিস্তারে প্রয়াত আমীর আলী চৌধুরীর অসামান্য অবদানের কথা অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করেন।
উল্লেখ্য, প্রফেসর আমীর আলী চৌধুরী ১৯৯৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। গত ১৯ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।