Headline :
নরসিংদীতে জেলা জাতীয় পার্টির নতুন কমিটি; সভাপতি হাবিব, সম্পাদক নেওয়াজ রায়পুরার নিলক্ষায় অপপ্রচারের প্রতিবাদে কাইয়ুমের সংবাদ সম্মেলন নরসিংদীতে বৃদ্ধের লালসার শিকার তৃতীয় শ্রেনীর ছাত্রী, ধর্ষক আটক রায়পুরায় বিএনপি পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট রায়পুরায় মেঘনা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে বালু খেকোদের গুলি গণসমাবেশে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নরসিংদীতে জুলাই ঘোষণাপত্র বিতরণ করছেন সারজিস আলম রায়পুরার দূর্গমচরাঞ্চলে তারুণ্যের উৎসব উদযাপনে আলোচনা সভা ও র‌্যালি ময়মনসিংহে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও শীতকালীন মহড়া কার্যক্রম পরিদর্শনে সেনা প্রধান শ্রীপুরে ওপেন হাউজ ডে-২০২৫ অনুষ্ঠিত
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামানত হারালেন ৬ প্রার্থী

Reporter Name / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন অন্য ৬ প্রার্থী। মন্ত্রী এ আসনে ৫ম বারের মতো বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সূত্র মতে, কুমিল্লা-৯ আসনটি লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। তার মধ্যে লাকসামে ৬৬টি ও মনোহরগঞ্জে ৬০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ৫৪৮ জন। এতে ভোট পড়েছে ২ লাখ ৬২ হাজার ৪৬৫টি। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৪৩টি, বাতিল হয়েছে ৫ হাজার ৯২২টি। ভোটের হার ৫৯.২৪ শতাংশ। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম পেয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৯৪৬টি ভোট। প্রাপ্ত ভোটের ৫ শতাংশ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন অন্য ৬ প্রার্থী।

তাদের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মীর মো. আবু বকর সিদ্দিক। তিনি চেয়ার প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট, জাতীয়পার্টির প্রফেসর ড. মো. গোলাম মোস্তফা কামাল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৫৯ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের মো. জমির উদ্দিন গামছা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৪৬ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মোয়াজ্জেম হোসেন জালালী মোমবাতি প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮২৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) বীর মুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ার মশাল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৭৫ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. হাছান মিয়া নোঙ্গর প্রতীকে পেয়েছেন ৬৩০ ভোট। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই সিদ্দিকী এবং মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উজালা রানী চাকমা ৬ প্রার্থীর জামানত হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category