মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ১৯ জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলার দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় দড়িগাঁও চাকুরিজীবী, প্রবাসী ও ব্যবসায়ী সহায়তা সংগঠনের উদ্যোগে শতাধিক অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে চাল, ডাল, তৈল, পেয়াজ ও আলুর প্যাকেট বিতরণ করা হয়।
এসময় সালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ১নং (১,২ ও ৩) ওয়ার্ডের সাবেক মেম্বার মহর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম।
এ সময় সংগঠনের কার্যকরী কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মোস্তাক (অগ্রণী ব্যাংক পিএলসি.) এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মো. কামাল উদ্দিন, ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. হেলিম মিয়া, আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইসলাম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন আঙ্গুর, মো. জসিম উদ্দিন ও মো. জালাল উদ্দিন প্রমুখ। সংগঠনের কার্যকরী কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মোস্তাক (অগ্রণী ব্যাংক পিএলসি) বলেন, এটা একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এ সংগঠনের উদ্দেশ্য হলো এলাকার গরীব, দুঃখী ও অসহায়দের সহযোগীতা করা। সংগঠনের সদস্যরা নিজেদের জমানো অর্থ দিয়ে এ সহায়তা প্রদান করে থাকে। সংগঠনের বাহিরের কোন ব্যক্তির নিকট থেকে কোন সহায়তা নেওয়া হয় না। অনুষ্ঠানে দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা মোছা. জোসনা বেগমকে উপহার দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।