Headline :
রায়পুরায় বিএনপি পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট রায়পুরায় মেঘনা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে বালু খেকোদের গুলি গণসমাবেশে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নরসিংদীতে জুলাই ঘোষণাপত্র বিতরণ করছেন সারজিস আলম রায়পুরার দূর্গমচরাঞ্চলে তারুণ্যের উৎসব উদযাপনে আলোচনা সভা ও র‌্যালি ময়মনসিংহে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও শীতকালীন মহড়া কার্যক্রম পরিদর্শনে সেনা প্রধান শ্রীপুরে ওপেন হাউজ ডে-২০২৫ অনুষ্ঠিত বেলাব উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা রায়পুরায় ৫শ এতিম শিশুর মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ক্রিকেট ফাইনালে চর মেঘনা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

কুলিয়ারচরে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন

Reporter Name / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

“গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ২৯ মে সোমবার দুপুরে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অফিস চলাকালীন বহিঃ বিভাগে আগত রোগীদের দেয়া হয় বিশেষ স্বাস্থ্য সেবা।
শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. মফিজুল ইসলাম, পৌর মহিলা কাউন্সিলর ইভা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম সহ মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আফরিন নীলা।

এসময় স্বাগতিক বক্তব্য রাখেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আদনান আখতার। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলিক চাহিদার মধ্যে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। তার মধ্যে স্বাস্থ্যে শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমানোটায় একটি অন্যতম বিষয়।

তিনি আরো বলেন, যেকোনো প্রসব যেন হাসপাতাল কেন্দ্রিক হয়। সেটি সরকারি হোক কিংবা বেসরকারি হাসপাতাল হোক। তিনি আরো বলেন, প্রতিটি প্রসূতির প্রসবকালীন সময়ে অন্তত চারবার বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চেক আপ করানো উচিৎ । বাড়িতে কোনো অবস্থাতে ডেলিভারির চেষ্টা করা উচিৎ নয়, এতে নবজাতক ও মায়ের জীবনের ঝুঁকি বাড়তে পারে। নিরাপদ মাতৃত্বের বিষয় বস্তু তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. জিন্নাত সুলতানা।

আলোচনা সভায় নিরাপদ মাতৃত্বের জন্য করণীয় এবং প্রসব-পরবর্তী সংক্রমণ প্রতিরোধে বিশেষ জোর দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category