মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচন প্রতিযোগিতায় উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (শ্রেষ্ঠ প্রধান শিক্ষক) নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন (খোকন)।
গত ১৯ জুলাই বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন (খোকন) এর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।
এসময় সাথে ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান ও শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন।