Headline :
যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না : ডা. শফিকুর রহমান সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী নদী ঘোরাও নদীর পথে ফাউন্ডেশন নরসিংদী জেলা কমিটি গঠন নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতা ইউপি সদস্য কাজল মিয়াকে দুর্বৃত্তদের গুলি তাতীদল কেন্দ্রীয় নেতা মরহুম মনিরুজ্জামান মনির স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন রায়পুরায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রায়পুরায় প্রতিপক্ষের বিরুদ্ধে জোড়পূর্বক জমি দখলের চেষ্ঠার অভিযোগ নরসিংদীতে জেলা জাতীয় পার্টির নতুন কমিটি; সভাপতি হাবিব, সম্পাদক নেওয়াজ রায়পুরার নিলক্ষায় অপপ্রচারের প্রতিবাদে কাইয়ুমের সংবাদ সম্মেলন নরসিংদীতে বৃদ্ধের লালসার শিকার তৃতীয় শ্রেনীর ছাত্রী, ধর্ষক আটক
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

কুড়িগ্রামে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

Reporter Name / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম:

ভারত – বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি – বিএসএফ’র কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ জুলাই) দুপুরে জেলার সীমান্ত লাগোয়া ভুরুঙ্গামারী উপজেলার ময়দান বিওপি ক্যাম্প এলাকার বাঁশঝানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬/১৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের ভিতরে বাঁশঝানি উচ্চ বিদ্যালয় মাঠে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের পক্ষে ১২৯ বিএসএফ ব্যাটালিয়ন এর সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি’র ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি এবং ভারতের পক্ষে ১৪ সদস্যের নেতৃত্ব দেন ১২৯ বিএসএফ ব্যাটালিয়নের কমাডেন্ট শ্রী সঞ্জয় কুমার। পতাকা বৈঠকের সময় উভয় দেশের স্টাফ অফিসার, কোম্পানী ও বিওপি কমান্ডার উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠকের শুরুতেই দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে সীমান্তে নজরদারী বৃদ্ধি করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন। গরু, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বৈঠকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ এর জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং যে কোন সমস্যা সমাধানে তথ্য আদান প্রদান বিষয়ে ফলপ্রসু আলোচনা করা হয়। দু’দেশের সীমান্তে কিছু উন্নয়নমূলক কর্মকান্ডের ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয় এবং দু’দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন অনাকাঙ্খিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধানে একমত পোষণ করেন দুই পক্ষ।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ পতাকা বৈঠকের মাধ্যমে ভবিষ্যতে সীমান্তে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখবে বলে জানান তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category