আবু সাইদ, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযানে একটি বিস্কুট কারখানায় অস্থ্যকর পরিবেশের জন্য ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার বঙ্গজ হোল্ডিংস বিস্কুট ফ্যাক্টরীর কর্তৃপক্ষকে এই জরিমানা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিব বিন ইকরাম এ জরিমানার আদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা পরিদর্শক মো: খাদেমুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো: রফিকুল ইসলাম প্রমুখ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিব বিন ইকরাম বলেন, কারখানায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় বঙ্গজ হোল্ডিংস বিস্কুট ফ্যাক্টরী থেকে কিছু বিস্কুট তৈরির কাঁচা মাল জব্ধ করা হয়। এ সময় ওই কারখানাকে ৩ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়।