আবু সাইদ, গাজীপুর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনার শেষ দিনে গাজীপুর-৩ আসন শ্রীপুরে জনসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসী’। নির্বাচনী জনসভা রূপ নিয়েছে জনসমুদ্রে।
বৃহস্পতিবার ৪ জানুয়ারী শ্রীপুর পৌর এলাকার ২নং ওয়ার্ডে শাপলা সিনেমা হলের পশ্চিম পাশে বিকেল ৩টায় শুরু হয় নির্বাচনী জনসভা। নির্ধারিত সময়ের আগেই পরিপূর্ণ হয়ে যায় জনসভাস্থল। দুপুর দেড়টা থেকে দলে দলে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে আসতে থাকে দলীয় নেতা কর্মীরা।
গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাড. জামিল হাসান দূর্জয়ের সভাপত্বিতে বিকেল ৩টায় জনসভা শুরু হয়।
এসময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. শামসুল আলম প্রধান, পৌর মেয়র মো: আনিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, যুব লীগের কেন্ত্রীয় নেতা খোরশেদ আলম, পৌর আ’লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেক লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা জাহিদুল আলম রবিন, জেলা ছাত্রলীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক নাসির মোড়লসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। বিকেল সাড়ে ৪ টায় মঞ্চে উঠেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসী।