শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

গুইমারায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পলিত

Reporter Name / ১৮১ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

মোঃ সালাউদ্দিন, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারায় যথাযথ মর্যাদায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার( ১৬ ডিসেম্বর) সকালে ৬টা ২২মিনিটে গুইমারা শহিদ মিনারে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা। পরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা কমান্ডার,জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,জেলা পরিষদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর সভাপতিত্বে ঐতিহাসিক গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত, ত্রিপিটক পাঠ গীতা পাঠ,পুলিশ, আনসার ভিডিপি ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের ডিসপ্লে প্রদর্শন করা হয়।

এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরিফুল আমিন, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,গুইমারা ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, মংশে চৌধুরী, রেদাক মারমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফজাল হোসেনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category