মোঃ শান্ত খান, ঢাকা জেলা প্রতিনিধি:
সাভারে চামড়া শিল্প নগরীতে ঢুকতে শুরু করেছে ঈদের কোরবানির পশুর চামড়া। বৃহস্পতিবার ঈদের দিন বিকেল থেকে রাজধানী ও আশেপাশের এলাকাগুলো থেকে আসতে শুরু করেন কোরবানীর পশুর চামড়া। ট্যানারী শ্রমিকরাও চামড়া সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।
আগামী ১দিন ট্যানারীগুলোতে লবনবিহীন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। এরপর প্রায় মাসজুড়েই লবন মাখা কাঁচা সংগ্রহ করবে বলে জানান বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন। তবে স্থানীয় বিক্রেতাদের দাবী চামড়ার দাম গতবারের তুলনায় একটু বেশী হলেও সেটা ন্যায্য মূল্যের চেয়ে অনেকটাই কম। তবে ট্যানারীর কারখানার কর্তৃপক্ষ বলছে সরকার নির্ধারিত মুল্যেই চামড়া কেনা হচ্ছে।