১৭ মার্চ শুক্রবার রাজধানীর তোপখানা রোডস্থ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সংসদের নিজস্ব কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহনে দিনটি পালন করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন-মহাসচিব খোরশেদ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এস এম তারেক খান, উপদেষ্টা এডভোকেট কুতুবুদ্দিন চৌধুরী, কার্যকরী সভাপতি মোঃ তাজুল ইসলাম কাজল, যুগ্ন-মহাসচিব মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লায়ন আফজাল সরদার, দফতর সম্পাদক আজিজ মিয়া, শিক্ষা সম্পাদক গোলাম রাব্বানি, শ্রম সম্পাদক মোঃ আমির হোসেন এবং অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ।
সবাইকে একসাথে জন্মদিনের কেক কাটেন ও উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মদিন পালন হয়।
নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর বাল্যকাল, বড় হওয়ার গল্প ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন দিক নিয়ে নিজ নিজ বক্তব্য রাখেন।
আলোচনা পর্বের শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার পরিজনের জন্য সম্মিলিত দুয়া করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।