আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি :
জাতিসংঘের ৭৯তম সাধারন অধিবেশনে সংবাদ সংগ্রহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক “তরুণ কণ্ঠ” পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম শান্ত ২০ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পযর্ন্ত জাতিসংঘ সদর দপ্তর আয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সাধারন পরিষদের ৭৯তম অধিবেশনে সংবাদ সংগ্রহের উদ্দ্যেশে
গতকাল ২০ সেপ্টেম্বর (শুক্রবার) ভোরে ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে হংকং হয়ে আমেরিকার জন এফ ক্যানেডি আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরন করেন।
জাতিসংঘের সদস্য দেশ সমূহের রাষ্ট্র প্রধান ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণের অংশ গ্রহণে সাধারন অধিবেশন চলাকালে বিশ্ব শান্তি, মানবাধিকার রক্ষা, সন্ত্রাস দমন, মানি লন্ডারিং প্রতিরোধ, খাদ্য নিরাপত্তা, বিশ্ব পরিবেশ ও জলবায়ু সুরক্ষা, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন আলোচিত বিষয়ের সংবাদ সংগ্রহের কাজে ৩০ সেপ্টেম্বর পযর্ন্ত তিনি নিউ ইয়র্ক শহরে অবস্থান করবেন বলে জানা গেছে।
এছাড়াও ইতিমধ্যে পেশাগত দায়িত্ব পালন ও ব্যক্তিগত কাজে চীন, সিঙ্গাপুর, আরব আমিরাত, মালেশিয়া, ভারত, থাইল্যান্ড , নেপাল, ভুটান, কম্বোডিয়া, সৌদি আরব, লাওস, ভিয়েতনাম ভ্রমণ করেছেন তিনি।
উল্লেখ্য, সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের স্থায়ী বাসিন্দা।