রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
প্রাথমিক জাতীয় শিক্ষা পদক -২০২৩ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন জায়েদা বেগম। তিনি ১১৮ হাসনাবাদ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা। উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ কাব পুরস্কার পেয়েছেন।
জানাগেছে, তিনি বাংলাদেশ স্কাউটস্, রায়পুরা উপজেলা পর্যায়ে ২০১৭ সালে প্রথম বালিকা কাব স্কাউট ইউনিট লিডার হয়ে দ্বিতীয় উপজেলা পর্যায়ে কাব ক্যাম্পুরিতে যোগ দেন ১১৮ হাসনাবাদ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠক নিয়ে। তারপর অষ্টম জেলা কাব ক্যাম্পুরী২০১৯,চতুর্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী -২০১৯ এবং নবম জাতীয় কাব ক্যাম্পুরী -২০২০ এ সাফল্যের সাথে উত্তীর্ণ হন। তারপর থেকে কাবিং কার্যক্রম নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে পাঁচ এপ্রিল ২০২৩ তারিখ উডব্যাজ অর্জন করেছেন। ২০২২ সালে সাত জন কাব সদস্য অংশগ্রহন করে সাত জনই সাফল্যের সাথে জেলা, অঞ্চল থেকে উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার জন্য অপেক্ষায় আছে। তারা হলো,সৌবাইতা রৌশন ,মুক্তা রানী দাস,সাদিয়া আফরিন নুহা,ফাতেমা মুশফিকা,সানজিদা আক্তার,আলিফ জোবায়েদ ও বাবু দিদার।
উল্লেখ্য ১।সুবাইতা রৌশন, ২।আলিফ জোবায়ের ২০২২ সালে বাংলাদেশস্কাউটস্, রায়পুরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব বালিকা /বালক নির্বাচিত হয়। ২০২৩ সালে সাদিয়া আফরিন নুহা উপজেলায় শ্রেষ্ঠ বালিকা এবং নরসিংদী জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করেন। এ বয়সে তার অর্জনকে সন্তুষ্ট মনে করছেন সহকর্মী শিক্ষকরা।