Headline :
রায়পুরায় বিএনপি পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট রায়পুরায় মেঘনা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে বালু খেকোদের গুলি গণসমাবেশে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নরসিংদীতে জুলাই ঘোষণাপত্র বিতরণ করছেন সারজিস আলম রায়পুরার দূর্গমচরাঞ্চলে তারুণ্যের উৎসব উদযাপনে আলোচনা সভা ও র‌্যালি ময়মনসিংহে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও শীতকালীন মহড়া কার্যক্রম পরিদর্শনে সেনা প্রধান শ্রীপুরে ওপেন হাউজ ডে-২০২৫ অনুষ্ঠিত বেলাব উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা রায়পুরায় ৫শ এতিম শিশুর মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ক্রিকেট ফাইনালে চর মেঘনা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

টেকসই শান্তি ও উন্নয়নে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১৫৫ Time View
Update : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
বাঁ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি ড. বেনজির আহমেদ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। ছবি-সংগৃহীত।

১লা সেপ্টেম্বর ২০২২ টঙ্গী পশ্চিম থানাধীন ৫২ নং ওয়ার্ডে গুটিয়া গ্রামে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘ দিনের খাবার পানি সংকট নিরসনের লক্ষে কেয়ার বাংলাদেশে আরবান হেলথ প্রকল্পের আওতায় স্থানীয় জনগণ এবং প্রকল্পের যৌথ অর্থায়নে গভির নলকূপ (সাবমারসিবল) পানির পাম্প স্থাপন কর্মসূচী বাস্তবায়নের শুভ উদ্বোধন করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন’র ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ।

এসময় তিনি তার বক্তব্যে বলেন গুটিয়ে গ্রামে দরিদ্র পরিবারবর্গে দীর্ঘদিনের খাবার পানির সংকট নিরসনের জন্য সাবমারসিবল পানির পাম্প স্থাপন করায় কেয়ার বাংলাদেশে কে ধন্যবাদ জানিয়েছেন এবং এই প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিশেষ অতিথি হিসেবে কেয়ার বাংলাদেশের হেলথ ইউনিটের প্রোগ্রাম ডিরেক্টর ড. ইখতিয়ার উদ্দিন খন্দকার বলেন সাবমারসিবল পানির পাম্প স্থাপনের জন্য জমি দান করে জমির মালিক এলাকাবাসীর যে উপকার করছেন এটি অত্যান্ত মহত্মম। এখন এর যাথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রত্যেকের কর্তব্য।

কেয়ার বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল কো-অর্ডিনেটর( টিম লিড) মোঃ হাফিজুল ইসলাম বলেন নগর স্বাস্থ্য ব্যবস্থাপনাকে শক্তিশালী করার জন্য গাজীপুর সিটি কর্পোরেশন বেশ কিছু বাস্তবমুখী ও প্রসংশনীয় উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছেন এবং তারা কেয়ার বাংলাদেশের কাজকে সর্ব অবস্থায় সক্রিয়ভাবে সহযোগিতা করে থাকেন যার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। মেয়র মহোদয়ের নেতৃত্বে ভবিষ্যতেও সিটি কর্পোরেশনের এ ধারা অব্যহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যাক্ত করেন।

কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মোঃ আলাউদ্দিন হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২,৫৩, ৫৪ সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল -১ (টঙ্গী) এর সভাপতি এবং ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মনীষা মাফরুহা সহ প্রকল্পের কর্মকর্তাগণ গুটিয়া গ্রামের জালাল মাহমুদ প্রমুখ।

গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ গভির নলকূপ (সাবমারসিবল) পানির পাম্প ন্যাম ফোলক উন্মোচন করেন এবং দোয়া মোনাজের মাধ্যমে উদ্বোধন সম্পন্ন করা হয়। এছাড়াও প্রকল্পের সাথে সম্পৃক্ত তিনটি পক্ষের মাঝে চুক্তিপত্র হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category