ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত তুলাতলী মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা।
উদ্বোধক ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর সহকারী অধ্যাপক নাছিমা নিয়াজ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সামালগীর আলম, পৌরসভার কাউন্সিলর আহসান উল্লাহ খান, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম খান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. সুলতান খান, মো. মোস্তফা কামাল, মো. খোরশিদুল ইসলাম ভূইয়া মুক্তার, সমাজ সেবক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার শাহ আলম, সমাজ সেবক হাফিজ উদ্দিন মুন্সি, প্রাক্তন সেনাকর্মকর্তা মো. কামাল উদ্দিন মুন্সি, সমাজ সেবক মো. মোস্তফা মোল্লা, প্রিন্সিপাল, আদর্শ বিদ্যাপীঠ শীতল চন্দ্র দাস, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান, সাংবাদিক বিনা আক্তার, আজিজুল ইমলাম, তাসলিমা আক্তার, হাকীম হারিসুল হক রাজু, হাবিবুর রহমান খান, বিশিষ্ট ব্যবসায়ী মুনতাসীর রহমান ভূঞা মামুন সহ এলাকাবাসীগণ ।
রায়পুরা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক শামীমা আক্তার শিমু ও সহকারী শিক্ষক মো. কামরুল ইসলাম শুভর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক খন্দকার শাহ নেওয়াজ, মূসা মিয়া, সাদিয়া পারভীন, সাবিকুন্নাহার সম্পা, মলি বেগম, রিক্তা আক্তার, ইয়াসমিন আরাফাত।