নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও নরসিংদী আইনজীবী সমিতির সদস্য মরহুম এডভোকেট জহর আহমেদ পারভেজ মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার করিমপুর পাবলিক ইনস্টিটিউট প্রাঙ্গণে করিমপুর ছাত্র ও যুব ফোরাম এর সহযোগিতায় এবং করিমপুর পাবলিক ইনস্টিটিউট এর আয়োজনে স্মরন সভা, দোয়া মাহফিল ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় করিমপুর পাবলিক ইনস্টিটিউট এর আহবায়ক ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ কে এম আফজাল উল-মুনীর।
শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী ফিরোজ আহমেদ মোল্লা। মরহুমের বড় ছেলে ইতালি প্রবাসী ইবনে খৈয়াম সাথী, ইতালি প্রবাসী আলী মোহাম্মদ রমজানের অর্থায়নে দোয়া মাহফিল ও শিক্ষক সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন পাবলিক ইনস্টিটিউট করিমপুর এর কাজী সাখাওয়াত ইসলাম জুয়েল,মোসলেহ উদ্দিন ভূইয়া,জাওয়াদুল হক জাহিদ, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনির, যুগ্ম আহবায়ক ও মরহুমের ছোট ছেলে ইবনে আদেল শশী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সরকার, ইলিয়াস মেম্বার, করিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী জাহের মোল্লা, হাজী মিলন সরদার, ফারুক মোল্লা, করিমপুর ছাত্র ও যুব ফোরামের সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক তপন সরকার তন্ময়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক হোসেন মুন্না ও বিল্লাল সরকার প্রমূখ।
এসময় বক্তারা মরহুম এডভোকেট জহর আহমেদ পারভেজ মাস্টার এর জীবন কর্ম বিষয়ে স্মৃতি চারন করেন। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রবীণ শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
উল্লেখ্য সদর উপজেলার করিমপুর গ্রামের কৃতি সন্তান ও নরসিংদী আইনজীবী সমিতির সদস্য মরহুম এডভোকেট জহর আহমেদ পারভেজ মাস্টার ২০১৩ সালের ১১ মে ইন্তেকাল করেছেন।