নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে দুর্বৃত্তদের গুলিতে স্বপন আহমেদ (৪২) নামে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
শনিবার সকালে মেঘনার শাখা পাগলা নদীর পাড় বড়ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. স্বপন আহমেদ বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি বলে জানান বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মাহবুব।
জানা যায়, নিহত স্বপন অত্র বাশঁগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকারের সমর্থক ও তার বিরুদ্ধে হত্যা, লুটপাট ঘটনায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, নিহত স্বপন পুলিশের ভয়ে রাতে নদীতে নৌকায় অবস্থান করতেন। ঘটনার আগের রাতে তার পাগলা নদীর বড়ঘাট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মাহবুব বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরন হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।