নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা। এ সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (২ আগস্ট) বিকাল ৩টার দিকে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি নিয়ে বিকেল ৩টার দিকে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে আসেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। মিছিলটি প্রেসক্লাবের সামনে আসলে যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের কর্মীদের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় শিক্ষার্থী ও অভিবাবকসহ অন্তত ৫ জন আহত হন।
নরসিংদীর সদর থানার ওসি তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।