নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের ফুল-পাখিদের কোলাহল নামক অনুষ্ঠানের আয়োজন করেছে নবধারা প্রি-স্কুল।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী নরসিংদী আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবধারা প্রি-স্কুলের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ ও নরসিংদী আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর অধ্যক্ষ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে শিশুদের নাচ, আবৃত্তি, গান, অভিনয়সহ বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়া শিশুদের অভিভাবকদের জন্যও ছিল নানাধরণের আয়োজন।