নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোবাশে^র আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনজন দাস, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া ও মাখন দাস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক পলাশ, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. আউয়াল, শফিকুল মোহাম্মদ মানিক ও হুমায়ুন কবির শাহ প্রমুখ। বক্তাগণ নরসিংদীর বিভিন্ন সমস্যা নিয়ে নবাগত জেলা প্রশাসককে অবহিত করেন।
এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের আশ^াস দিয়ে বলেন, প্রতিটি সমস্যার পর্যায়ক্রমে সমাধান করা হবে। তবে এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা থাকতে হবে। তিনি বলেন, প্রতিটি সেবামূলক সংস্থা বিভিন্ন অজুহাত দেখিয়ে জনগণকে অযথা হয়রানী করছে। এ নাজুক পরিস্থিতি থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আর তা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।