ফাহিম আহমেদ খান, নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন ভূঁইয়ার সাথে মত বিনিময় করেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান ফোরাম।
দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজুর নির্দেশক্রমে উপজেলার মরজাল ওয়ান্ডার পার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল মতিন ভূঁইয়াকে বিজয়ী করার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লার সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেলের পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জি.এম তালেব হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন বাচ্চু, রায়পুরা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভুইয়া মাসুদ, পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।