নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, নরসিংদী জেলার সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নিয়েই এ সংগঠনের পথ চলা।
এই সংগঠনটি নরসিংদী জেলার বিভিন্ন থানা সহ প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সেবামূলক কাজ করে কয়েক বছরে বেশ সুনাম অর্জন করেছে।
নরসিংদী জেলায় যতগুলো সেবামূলক সংগঠন রয়েছে তার মধ্যে এটি অন্যতম।
সোমবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টায় নরসিংদী স্টেশন রোডস্থ ড্রিমল্যান্ড রেস্টুরেন্টে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সকল কার্যকরি সদস্যরা মিলিত হয়।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, সাদা মনের মানুষ খ্যাত স্পেন প্রবাসী তামিম আবু বকর কে আহ্বায়ক নির্বাচিত করা হয়। পরে কমিটির অন্যান্য সদস্যরা তাকে ফুল দিয়ে বরন করে নেন।
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের ছায়া হলো মানবিক ইভেন্ট খ্যাত মেহমান খানা যা ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে প্রতিমাসে কয়েকশত অসহায় নিম্নবিত্ত লোকদের এক বেলা মানসম্মত খাবার দিয়ে থাকে। এই মেহমান খানার কার্যক্রমের গতি বৃদ্ধির লক্ষ্যে একটি পরিচালনা কমিটি আজ ই করা হয় । শেখ রাসেল মাহমুদ কে আহ্বায়ক, মসিউর রহমান জাবেদ কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি করা হয়।