আবুল কাশেম, নরসিংদী থেকে:
নরসিংদী সদর উপজেলাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪টি ইউনিয়নে নবগঠিত ইউনিটের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির নবগঠিত ৪টি ইউনিট হলো- নজরপুর, করিমপুর, আলোকবালী ও চরদিঘলদী ইউনিয়ন ।
পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন।
নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া।
সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন’র সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নরসিংদী সরকারী কলেজ’র সাবেক ভিপি খবিরুল ইসলাম বাবুল, সাবেক ভিপি ইলিয়াস হোসেন ভূঁইয়া, যুবদল শহর শাখার সাধারণ সম্পাদক শামীম সরকার, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হাসান মুজাহিদ রুবেলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নবগঠিত ইউনিট কমিটিগুলোর আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য সদস্য।
পরিচিতি সভা শেষে সদর উপজেলা যুবদল ও শহর যুবদলের নেতাকর্মীরা মুন্সীগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন।