হৃদয় খান, স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রোটিউন ইউটিউব চ্যানেলে এসেছে নতুন গান “পুজোর খুশি”। বিশেষ এই গানের মিউজিক্যাল মুভিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় এবং পরিচালনা করছে রবিন বসাক।
গানটির গীতিকার প্রসেনজিৎ ওঝা, সুরকার কেডি বিজন গেয়েছে অনিন্দিতা অথি ও সুদীপ্ত। কোরিওগ্রাফি, নৃত্য পরিচালনা, পোশাক ও মেকাপ: দেবাশীষ সাহা আকাশ, ডিওপি ও এডিট: রনি রায়, সেট ও লাইট: নাজমুল ও আফিফ।
রবিন বলেন, আমি মূলত একজন অভিনেতা, গল্প বলতে পারার একটা প্রবল ইচ্ছা কাজ করে সে ভাবে এই কাজটা করা, আমি এই গানের মাধ্যমে উৎসবের রঙিন পারিবারিক গল্প বলতে চেয়েছি। অসম্প্রদায়িক চেতনায় সবাইকে নিয়ে উৎসব পালনের গল্প ওঠে এসেছে এই মিউজিক্যাল মুভিতে।
আরো অভিনয় করেছে নারায়ণ দেব, ধনেশ পন্ডিত, রবিন বসাক, আকাশ, লিমা, গুনগুন, দিপ্ত, সিথী, পুজা, প্রিয়ন্তি, অনিক, সাগর, নিভৃতা, রাজ, গল্প, সানন্দা, রাই, সম্পুর্ণা, বৃন্দা, হৃদিতা।
সবাইকে গানটি দেখার আহবান জানান সে। বর্তমানে রবিন থিয়েটার দল থেকে মঞ্চে নতুন নাটক ও বিভিন্ন চ্যানলে একক নাটকে অভিনয় করছে দর্শক প্রিয়তা পেয়েছে রবিন বসাক।