মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
চার রাউন্ড পরে মাথা ফেটে রক্ত ঝরছিল যুক্তরাজ্যের বক্সার পল পিয়ার্সের। বাংলাদেশের আবদুল মোত্তালিবের চোয়ালও লাল হয়ে উঠেছিল। তারপরও আট রাউন্ডেই গড়িয়েছে পেশাদার বক্সিংয়ের প্রধান ইভেন্ট। সেই লড়াইয়ে জয় হয় পলের। জিতে নেন বিবিসি বেল্ট।
শনিবার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কে বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির (বিপিবিএস) আয়োজনে অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা বক্সিং প্রতিযোগিতা।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম।
এ সময় বিপিবিএসের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ও সুপার হিউম্যান খ্যাত ড. ইউরি বজ মোনি উপস্থিত ছিলেন। ১০টি ইভেন্টের মধ্যে বাকি নয়টিতে তানজিল, শিমুল মিয়া, সাথী আক্তার, নাসিম আহমেদ, সাবিউল ইসলাম, মো. সালমান, জুই লিমা, হাসান শিকদার ও জাওয়াদ হোসেন জিতেছেন।
সমাপনী অনুষ্ঠানে যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম বলেন, ‘যমুনা ফিউচার পার্কের স্বত্বাধিকারী প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এই নামের সঙ্গে ‘পার্ক’ শব্দটি জুড়ে দিয়েছিলেন। এর কারণ পার্ক মানেই উচ্ছলতা বোঝায়। তাই এখানে এমন আয়োজন হয় নিয়মিত। এ ধরেনের অসাধারণ সৃজনশীল ও চিত্তাকর্ষক ইভেন্টকে আমরা সবসময় স্বাগত জানাই। পেশাদার বক্সিংয়ের এই প্রোগ্রাম এখানে চারবার আয়োজন করা হয়েছে। ভারত, নেপাল ও শ্রীলংকাসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা জিতে এসেছেন। তাই আমরাও তাদেরকে স্বাগত জানাই।’
আসাদুজ্জামান বলেন, ‘২০১৫ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মেনিপেকিউ বনাম মেয়োদার একটি খেলা দেখেছিলাম। সেখানে চুক্তি ছিল মেনিপেকিউর ৪১৭ মিলিয়ন ডলার ও মেয়োদার ১৮০ মিলিয়ন ডলার পাবেন। দুনিয়া কাঁপানো সেই লড়াইয়ের বাজি গিয়ে ঠেকে ২৭০০ মিলিয়ন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ২৮ হাজার কোটি টাকা। আমরা কেন পিছিয়ে থাকব।’ তিনি যোগ করেন, ‘দেশের বক্সারদের সহযোগিতা করার জন্য একটি প্ল্যান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে যেতে চাই। যেমন একটি টুর্নামেন্টে একজন বক্সার ১০ হাজার টাকা আয় করেন। মাসে দুটি ইভেন্টে খেললে ২০ হাজার টাকা। পরিবারের অনেক সহযোগিতা হয়। দেশের মানুষকে সহযোগিতার এমন কিছু প্রকল্প নিয়ে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চাই।’ বন্যার্তদের জন্য স্বাধীন বাংলা চ্যারিটি বক্সিং নিয়ে বিপিবিএসের চেয়ারম্যানের কথা, ‘এই টুর্নামেন্টে অংশ নিতে আমি অনেক দেশকে বলেছিলাম। কিন্তু তারা অংশ নিতে অস্বীকার করেছে নিরাপত্তা ইস্যুতে। একমাত্র যুক্তরাজ্যের বক্সিং ফেডারেশন আমাদের সহযোগিতা করেছে। যুক্তরাজ্যের পল পিয়ার্স তার ম্যানেজারকে নিয়ে মুফতে খেলতে এসেছে। শুধু বন্যাদুর্গতদের সমর্থনে তিনি এসেছেন। আমরা বাংলাদেশের সেরা বক্সার আবদুল মোত্তালিবকেই পলের বিপক্ষে বাছাই করি।’