মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার বারৈচাতে উদ্বোধন হলো সুমন রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার‘কাচ্চি ঘর’।
বৃহষ্পতিবার (৬ জুন) বিকালে নরসিংদীর বেলাব উপজেলার বারৈচার বাজারে অবস্হিত মোহাম্মদ আদনান প্লাজায় দোয়া-মিলাদ মাহফিলের মধ্য দিয়ে উদ্ভোধন হলো সুমন রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার (কাচ্চি ঘর)।
রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ সুমন মিয়া বলেন, নতুন প্রতিষ্ঠিত ‘সুমন রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার‘কাচ্চি ঘর’ ২৪ ঘণ্টা খোলাসহ সব ধরনের ভোজন বিলাসীদের ক্ষুধার তৃপ্তি মেটাবে। এ রেষ্টুরেন্টের পরিবেশ মনোরম পরিপাটি। সুন্নতে খাৎনা, বিবাহ অনুষ্ঠানসহ সুলভ মূল্যে বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার, পার্টি বুকিং এর ব্যবস্থা থাকছে আমার রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার‘কাচ্চি ঘরে।
অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফলতায় দোয়া ও সহযোগীতা চেয়েছেন মোঃ সুমন মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বেলাব উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শরিফ উদ্দিন খান মোমেন, চর উজিলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান,শহিদ নজিব উদ্দিন খান কলেজের অধ্যক্ষ ইমরুল কয়েস,বারৈচা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।