নিজস্ব প্রতিবেদক:
“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলাবতে উপজেলা প্রশাশন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যলয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
পরে উপজেলা সভাক্ষে উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইউছুস ভুইয়ার সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনিক রায়’সহ আরে অনেকে।
৩০ জন যুবক যুব মহিলাদের মাঝে ৮ লক্ষ টাকার ঋনের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।