মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাবতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যায় সাজা বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরে আসার পরিবেশ তৈরি করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত।
আমলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার আমলাব বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমলাব ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেনের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিহি হিসাবে উপস্হিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী স্বেচ্ছসেবক বিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন যারা দেশনায়ক তারেক রহমানকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে বিরাজনীতি কায়েম করেছিল তারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আগষ্ঠে যারা গনহত্যা করেছে,যারা মা বোনদের সম্ভ্রম নষ্ঠ করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে। তিনি আরো বলেন-গত ১৭ বছর ধরে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের হামলা-মামলা ও লুটপাটের শিকার হয়েছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে গুম-খুন ও ষড়যন্ত্রমূলক মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে।আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোটের অধিকার হরন করেছিল। ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুর মোর্শেদ,বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দীন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রান্ত, উপজেলা বিএনপির কারা নির্যাতিত নেতা মোঃ সালাহউদ্দিন আহমেদ, বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া,আমলাব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদির ভূইয়া, বেলাব উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক খোকন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রুবেল মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক জামান উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক সোহেল মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক সাজ্জাত হোসেন সৌরভ, নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক সদস্য মোবারক হোসেন, উপজেলা ছাত্র দলের নেতা পাপন হাসান, স্হনীয় গণমাধ্যম কর্মীসহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।