মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে আসন্ন শারদী দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলাব থানার আয়োজনে বৃহষ্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বেলাব থানায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও এস আই আতিকুর রহমানের পরিচালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম।
আরো উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার ঘোষ,সাধারণ সম্পাদক সূধন চন্দ সূত্রধর, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, সাবেক সভাপতি শেখ আবদুল জলিল, দপ্তর সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ আলমগীর পাঠান, সদস্য মোঃ বাদল মিয়া, ফয়সাল আহমেদ আবদুল্লাহ সহ উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন, সুষ্ঠভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় বেলাব থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন এবং পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তিনি। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার ঘোষ বলেন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এ বছর বেলাবতে মোট ২২ টি পুজা মন্ডপের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
থানার অফিসার ইনচার্জ ওসি মীর মাহবুবুর রহমান বলেন, অন্যান্য বছরের মত পূজামন্ডপগুলোতে পুলিশ, সেনাবাহিনী, আনসার সদস্যদের সার্বক্ষনিক নিরাপত্তা দেয়া ছাড়াও পূজা মন্ডপে পুলিশের নিয়মিত টহল থাকবে।