মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে আসন্ন দ্বাদশ নির্বাচন উপলক্ষে উপজেলার চর উজিলাব ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্ততি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামের আয়োজনে বুধবার (২০ডিসেম্বর) রাতে উপজেলার চর উজিলাব ইউনিয়নের অস্হায়ী কার্যালয় জয়বাংলা বাজারে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। চর উজিলাব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রিয়াজুল হকের সভাপতিত্বে এবং ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইসলাম উদ্দিনের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল মাহমুদ স্বপন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শামিম পারভেজ, নরসিংদী জেলা পরিষদের সদস্য মিরাজ মাহামুদ মিরাজ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল্লাহ খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল খান টিটু , চর উজিলাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, চর উজিলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হযরত আলী সেবক, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন , চর উজিলাব ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কানন মিয়া, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ প্রমুখ।
উক্ত সভায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন। তারা সবাই আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।