মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
শোভা যাত্রাটি প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্প মন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
আরো উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া লিটন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজামান খান, বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আজিজুর রহমান (পিপিএম), উপজেলা প্রোকোশলী মোঃ সামসুল হক ভূঁইয়া, নরসিংদী জেলা পরিষের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মেরাজ মাহমুদ মিরাজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।