মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির বেলাব উপজেলার শাখার প্রয়াত কৃষক নেতা (সাবেক চেয়ারম্যান) বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল হক ভূইয়ার ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর)সকালে উপজেলার ভাটের চর কাজল ডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কমরেড ফজলুর রহমানের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক (মাস্টার), বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান (মাস্টার), বীর মুক্তিযোদ্ধা কমরেড তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড ফজলুল হক,বীর মুক্তিযোদ্ধা কমরেড তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাপ মিয়া, বীর মুক্তিযোদ্ধা জাহানুল হক বাবুল, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক কাজল, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইসলাম উদ্দিন প্রমুখ।
এছাড়াও মুক্তিযোদ্ধা, ডাক্তার, শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রয়াত কৃষক নেতা শামসুল হক ভূইয়ার বিভিন্ন সৃতিচারণ করে বলেন কমরেড বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভূইয়া ছিলেন সমাজতান্ত্রিক। তিনি কখনোই অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দিতেন না। সত্যবাদী, মেহনতী মানুষের নিবেদিত প্রাণ ছিলেন তিনি।