মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী):
“সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখুন” এই স্স্নোগানকে সামনে রেখে উপজেলার বারৈচা, রায়পুরা রোডে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪ টায় উক্ত মানব বন্ধনে আসন্ন সনাতনী ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেই লক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের বেলাব সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, বারৈচা ডিগ্রি কলেজ প্রভাসক মোঃ আক্তারুজ্জামান , এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক জাহানুল হক বাবুল প্রমুখ। উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার নেত্রীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সামাজিক প্রতিরোধ কমিটির নেত্রীবৃন্দসহ শতাধিক নারী ও পুরুষ উপস্হিত ছিলেন।
বক্তাগণ প্রত্যেকে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার প্রতি আহব্বান রাখেন।