মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আজিজুর রহমান (পিপিএম)।
শনিবার (৬এপ্রিল ) সকালে বেলাব থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হকের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেলাব প্রেসক্লাবের সহ সভাপতি স্বপন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হাসান রজনী, দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেন, সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী জুয়েল, কোষাধ্যক্ষ আলমগীর পাঠান, কার্যনির্বাহী সদস্য দুলাল সরকার, আমজাদ হোসেন, সদস্য মোঃ বাদল মিয়া, দিদার হোসেন পিন্টু, শফিকুল ইসলাম, রেজাউল আলম বিপ্লব, ফয়সাল আহমেদ আবদুল্লাহ, আশিকুর রহমান সৈকত, প্রদিপ কুমার দেবনাথ, সাংবাদিক কাজী শাহিনুর আক্তার।
ওসি মোঃ আজিজুর রহমান (পিপিএম) বলেন, পুলিশ সাংবাদিক ভাই ভাই। আমাদের কাজের ধরণ প্রায় একই। উপজেলার মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রে আমি আপনাদের (সাংবাদিকের) দোয়া ও সহযোগীতা কামনা করছি।
এসময় ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান সহ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।