মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহাবুব রহমান।
বৃহষ্পতিবার (১২সেপ্টেম্বর ) রাতে বেলাব থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হকের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেলাব প্রেসক্লাবের সহ সভাপতি স্বপন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হাসান রজনী,দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেন, সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী জুয়েল,কোষাধ্যক্ষ আলমগীর পাঠান,সদস্য আমজাদ হোসেন, মোঃ বাদল মিয়া, দিদার হোসেন পিন্ট, ফয়সাল আহমেদ আবদুল্লাহ।
ওসি মীর মাহবুবুর রহমান বলেন বেলাব থানার জনগণের নিরাপদ রাখার দায়িত্ব আমার। আমি আইন- কানুনের মধ্য থেকে শতভাগ চেষ্টা করবো জনগণকে সেবা দেওয়ার জন্য। বেলাবতে আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয় সেজন্য আমি আপনাদের (সাংবাদিকের) দোয়া ও সহযোগীতা কামনা করছি।