মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

বোচাগঞ্জে ৭৫ টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান

Reporter Name / ১৯৩ Time View
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

মোঃ মুক্তার হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশে “একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সারাদেশে ২২ হাজার ১০১ টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই অংশ হিসেবে বোচাগঞ্জ উপজেলায় ৭৫ টি পরিবার পাচ্ছে নিজের নামে জমি সহ সেমি পাকা ঘর। ঘর পেয়ে আবেগে আপ্লূত বোচাগঞ্জ উপজেলার গৃহহীনরা।

বুধবার (৯ আগস্ট ২০২৩) সকাল ৯ টায় উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে দলিল হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ শাকিল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করীম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, ৬ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিমাই চন্দ্র দেবশর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শ্যামলী সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদা সহ বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বোচাগন্জ উপজেলায় এপর্যন্ত সর্বমোট ৯২৫ টি গৃহ দলিল হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category