মোঃ মুক্তার হোসেন বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মেলাগাছি মাঠে আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর উপজেলা যুব বিভাগ কর্তৃক আয়োজনে ৬ টি ইউনিয়ন ও সেতাবগঞ্জ পৌরসভা সহ একদিনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মাহবুব আলম, ইসলামী ব্যাংক সেতাবগঞ্জ শাখার সুযোগ্য ম্যানেজার আ.জ.ম শফিউল্লাহ, অত্র এলাকার বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ সাজেদুর রহমান, বিশিষ্ট্য ব্যবসায়ী একতা ষ্টীলের স্বত্ত্বাধীকারী মোঃ আব্দুল জব্বার, বোচাগঞ্জ উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মুক্তার হোসেন, সেতাবগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বি এম শাখার শিক্ষক মোহাম্মদ আলী,কাজী মোঃ নুর আলম সহ স্থানীয় সূধীজন।
খেলা চলাকালীন সময়ে আসর নামাজের সময় হলে খেলা বিরতি রেখে উপস্থিত মুসল্লিগণ সহ খেলোয়াড়রা খেলার মাঠেই জামাতের সহিত আসর নামাজ আদায় করেন। নির্ধারিত সময়ে খেলার ফলাফল না আসায় ট্রাইবেকারে খেলার ফলাফল নির্ধারিত হয় এতে ৩ ও ৪নং ইউনিয়নে খেলোয়াররা রানার্সআপ এবং ১ ও ৬ নং ইউনিয়নের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করে। ধারাভাষ্য পরিচালনায় ছিলেন মোঃ ছানাউল্লাহ।