মো. মোস্তফা খান:
একেরপর এক নতুন গান নিয়ে সংগীতাঙ্গণে ঝড় তুলছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। ৫ আগস্ট বাংলাদেশে একটি নতুন অধ্যায় সৃষ্টি হওয়ার পর দেশজুড়ে ভিন্ন পরিবেশ তৈরি হলেও নতুন গানের রেকর্ডিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করতে দেখা গেছে গানের পাখি সালমা কে। কাজের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিনোদন প্রেমীদের জন্য নতুন নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবারও নতুন গান নিয়ে হাজির হলেন সালমা। গানের শিরোনাম “মিলন হবে কতোদিনে”। জনপ্রিয় লালনের এ গানটি ভিন্ন আঙ্গিকে নতুন করে গেয়েছেন তিনি। সালমার সঙ্গে গানটিতে কন্ঠ দিয়েছেন এ প্রজেন্মের কন্ঠশিল্পী ইসফাতআরা রনি। ভিন্ন আঙ্গিকে এর সংগীতায়োজন করেছেন এম এ রহমান।
একটি আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধায় সালমা মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়। রাজধানীর আগারগাঁওয়ের ক্লাউড কফিতে ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে সালমা ও রনির এ গানটির ভিডিও প্রকাশ করা হয়। গানটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেন মেলোডি এন্টারটেইনমেন্টের ওমর মির্জা।
গান প্রসঙ্গে সালমা বলেন, লালন সাইয়ের এ গানটি জীবনে অনেকবার গেয়েছি। এবার মনে হলো একটু ভিন্ন আঙ্গিকে করা যায় কিনা। পরে আমি ও রনি দ্বৈত কন্ঠে গানটি গেয়ে ফেলি। খুব ভালো গেয়েছে সে। গানটি একটি জমজমাট মিউজিক ভিডিও’র মাধ্যমে প্রকাশ করলাম। আশা করছি ভালো লাগবে সবার।
এদিকে গানটি নিয়ে রনি বলেন, সালমা আন্টির সঙ্গে গান গাওয়ার ইচ্ছে অনেক দিনের। সেই ইচ্ছেটা এবার পূরণ হলো। তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।
এদিকে জানা যায়, খুব দ্রুতই রনির ইউটিউব চ্যানেলেও সালমা ও রনির দ্বৈত কন্ঠে আরও একটি গান সামনে প্রকাশ হবে।