রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

ভেড়ামারায় এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ২৮ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):

সারা দেশের ন্যায় বৃহস্পতিবার (১০শে এপ্রিল) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলাতে ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (৫৬৩) জন ছাত্র/ছাত্রী, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (৬২৮) জন ছাত্র/ছাত্রী, ভেড়ামারা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (৫৭০) জন ভেনু, ভেড়ামারা আলিম মাদ্রাসা (১১৮) জন ছাত্র/ছাত্রী, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় (৭৪০) জন ভেনু মোট ৫ টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এরমধ্যে জেনারেল পরিক্ষার কেন্দ্র- ৩ টি, দাখিল মাদ্রাসার কেন্দ্র -১ টি, ভোকেশনাল কেন্দ্র – ১ টি এবং পরিক্ষার্থীর সংখ্যা -২৬১৯ জন ও এদের মধ্যে অনুপস্থিত -৪১ জন। পরিক্ষার প্রথম দিন শান্তি পূর্ণ ভাবে পরিক্ষা সম্পন্ন হয়েছে।
সকাল থেকেই কেন্দ্র গুলো পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, পরীক্ষার কেন্দ্র গুলোতে পরিক্ষা অত্যান্ত সুন্দর ভাবে অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র/ছাত্রীদের কোন ধরনের সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করা হয়। এবার কেন্দ্র গুলোতে প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটা কেন্দ্রের পরিক্ষা পরিচালনা কমিটির সদস্যদের বেশ কিছু বিষয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেছি। জানামতে এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category