জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):
কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি)’র আয়োজনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ৮২ তম মহা প্রয়াণ দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৬ঠা আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় ভেড়ামারা থানার সামনে কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি) অস্থায়ী কার্যালয় শেফা হোমিও হল রুমে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এঁর রচিত কবিতা নিয়ে বিশেষ লাইভ আড্ডার আয়োজন করা হয়।
কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি)'র প্রতিষ্ঠাতা ও সভাপতি, লেখক, গল্পকার ডাঃ আসমান আলীর পরিচালনায় লাইভ আড্ডায় কবিতা আবৃতি করেন, কবি ও লেখক মুন্সী আশরাফ, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক ড. মোঃ জসিম উদ্দিন, মোঃ আরশেদ আলী, মোঃ আলম জাকারিয়া সুইট, মোঃ মনির উদ্দিন, আমিনুল ইসলাম ফিটু, আশরাফুল ইসলাম চাঁদ, খ,ম আঃ শুকুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,মোঃ আরিফুর রহমান, তরিকুল ইসলাম তারিক,পরাণ মাষ্টার, শাকিলা খাতুন রিনি, সানজিদা ইসলাম নৈশী, মারিয়া সুলতানা, জাহিদ হাসান প্রমুখ।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: alokitokhobor@gmaik.com