মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

ভেড়ামারায় সড়ক সংস্কার কাজ উদ্বোধন

Reporter Name / ২২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):

কুষ্টিয়া ভেড়ামারায় দক্ষিণ রেলগেইট হইতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের আওতায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) সকাল ১১ টায় ৯০ লক্ষ টাকা চুক্তিমূল্যে দক্ষিণ রেলগেইট থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত ৩৬০০ মিটার দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রশস্ত রাস্তার কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা পৌরসভা তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ডাবলু প্রমূখ।

উল্লেখ্য, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়। যার কারণে পথচারী ও যানবাহন চালকদের বিঘ্ন ও ভোগান্তিতে পরতে হচ্ছে। তাড়ি পরিপ্রেক্ষিতে নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় ও সরকারের যথাযথ কর্তৃপক্ষের আন্তরিকতায় দ্রুত সড়কের সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করা হয়। আশা করা হচ্ছে, সড়কটির সংস্কার কাজ শেষ হলে পথচারী ও যানবাহনের চালক সহ যাত্রীদের চলাচলের কষ্ট লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category