জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):
কুষ্টিয়া ভেড়ামারায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১শে জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ভেড়ামারা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুল্লাহ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হেলাল উদ্দিন, হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মজিবুর রহমান, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী, পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার মোঃ মাসুদ করিম, কফেজান নেছা ও হাজী নেয়ামত উল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক, সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।
এসময় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের হাতে পুরষ্কার এবং খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।