জাহিদ হাসান, ভেড়ামারা (কুস্টিয়া):
“পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বাংলার পাট বিশ্বমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় ২৯৭৫ জন তালিকাভুক্ত পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২২শে এপ্রিল) দুপুর ১২ টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ হল রুমে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ২৯৭৫ জন পাট উৎপাদনকারী চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।
উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পাট অধিদপ্তর কর্মকর্তা পলাশ চন্দ্র বর্মন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা সরকারি মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা ইঞ্জিনিয়ার কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত শাহিনুর রহমান শাহিন সহ কৃষকরা।