ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধানারীর (৬৫) মৃত্যু হয়েছে। রেলস্টেশনের আউটার সিগন্যাল মুক্তিযোদ্ধা যুব কমান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় খবর পেয়ে রবিবার (০৮ জানুয়ারি) দুপুর ১ টার সময় ভৈরব রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে হবে জানান এস আই আলী আকবর ।