ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ভৈরবে নারীনেত্রী আন্দোলনের অগ্রদূত শহীদ আইভি রহমানের ১৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে এদিনটি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৯আগষ্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় সভাপতি মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে সকাল ১১টায় চন্ডিবের শহীদ আইভি চত্বরে আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,শোক র্যা লি, আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ভৈরব পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহেদ আলী,শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান হারুন উর রশিদ।
মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ কমিটির সদস্য মামুন মিয়া, মোছাদেক আহমেদ, মহিলা সদস্য, বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সাদেক, সহ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী বৃন্দ প্রমুখ।
২১আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ঘাতকের ছোঁড়া গ্রেনেডে মারাত্মকভাবে আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন। শহীদ আইভি রহমানের এমন আকস্মিক মৃত্যুতে ভৈরববাসী গভীরভাবে শোকাহত আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা। তাঁর মৃত্যুর দীর্ঘ ১৯ বছরের সাধারণ মানুষের শূন্যস্থান যেন আরো বড় হয়েছে। ভৈরববাসী আইভি রহমান হত্যাসহ গ্রেনেড হামলায় আহত ও নিহত হওয়া নেতাকর্মীদের ও হত্যাকারীদের ফাসিরঁ রায় দ্রুত কার্যকরের দাবী জানান।